বিসিআইসি এর মাননীয় চেয়ারম্যান (গ্রেড-১) মহোদয় গত ২৫/০৭/২০২০ খ্রিঃ তারিখে টিআইসিআই চত্বরে আগমন করেন। টিআইসিআই এ গার্ড অফ অনার শেষে তিনি বিভাগীয় প্রধানবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির আসন গ্রহণ করেন। মত বিনিময় সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন টিআইসিআই এর সম্মানিত ডাইরেক্টর ইনচার্জ ও পরিচালক (অর্থ), বিসিআইসি জনাব মোঃ বিল্লাল হোসেন। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন টিআইসিআই এর নির্বাহী পরিচালক জনাব সমীর বিশ্বাস। অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব মোঃ মোস্তাফিজুর রহমান স্যারকে সুস্বাগতম ও শুভেচ্ছা জানিয়ে ফুল দিয়ে বরণ করেন মত বিনিময় সভায় সভাপতি পরিচালক (অর্থ), বিসিআইসি জনাব মোঃ বিল্লাল হোসেন। মতবিনিময় সভায় আরো উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাঞ্জল করেন বিসিআইসির সম্মানিত পরিচালক (বানিজ্যিক) জনাব আমিনুল আহসান, পরিচালক (অর্থ) জনাব মোঃ বিল্লাল হোসেন, পরিচালক (পরিঃ ও বাস্তঃ) জনাব মোঃ লুৎফুর রহমান, পরিচালক (উৎ ও গবেঃ) জনাব মোঃ শাহীন কামাল ও বিসিআইসির সচিব মহোদয় জনাব মোঃ আসাদুর রহমান স্যার প্র্রমুখ।
টিআইসিআই এর কার্যক্রমে সন্তোষ্টি প্রকাশ করে অনলাইন কোর্সকে আরও বেগবান করে সম্মানিত চেয়ারম্যান মহোদয় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কোভিড-১৯ দুর্যোগ মোকাবেলায় এগিয়ে আসার আহবান জানান। পরিশেষে টিআইসিআই এর কার্যক্রমের উপর একটি ভিডিও ক্লিপ প্রদর্শন করা হয়।