কোরিয়ান সাহায্যকারী সংস্থা KOICA এর বিদায়ী কান্ট্রি ডিরেক্টর Mr. Joe Hyun-Gue টিআইসিআই এর আমন্ত্রনে গত ৬ ফেব্রুয়ারী আগমন করেন। এসময় তাকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন টিআইসিআই এর মাননীয় নির্বাহী পরিচালক মহোদয়। OPT বিভাগের মাসব্যাপী প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি অংশগ্রহন করেন। পরিশেষে তিনি KOICA এর অনুদানে প্রতিষ্ঠিত একাডেমিক ভবন-৩ এর বিভিন্ন ল্যাব পরিদর্শন করেন।