Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩১st August ২০২০

অনলাইন (ভার্চূয়াল) প্রশিক্ষণের উদ্ভোধন করেন সম্মানিত পরিচালক (অর্থ), বিসিআইসি


প্রকাশন তারিখ : 2020-07-19

টিআইসিআই এ অনলাইন (ভার্চূয়াল) প্রশিক্ষণের উদ্ভোধন করেন সম্মানিত পরিচালক (অর্থ), বিসিআইসি

চলমান বৈশ্বিক মহামারি কোভিড-১৯ এর প্রাদূর্ভাবের মাঝে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন এর নিয়ন্ত্রণাধীন টিআইসিআই-এ এই প্রথম বারের মত বিসিআইসি কর্তৃপক্ষের নির্দেশক্রমে ১৯/০৭/২০২০ খ্রিঃ তারিখ থেকে মানোন্নয়ন কোর্স “Industrial Boilers & Operation of Steam generation system” এর উপর সপ্তাহব্যাপী Online ভার্চুয়াল প্রশিক্ষণ কোর্স শুরু হয় । এ কার্যক্রম শুভ উদ্বোধন করেন বিসিআইসি’র সম্মানিত পরিচালক (অর্থ) ও পরিচালক (কারিগরী ও প্রকৌশলী) (অতিরিক্ত দায়িত্ব) জনাব মোঃ বিল্লাল হোসেন এবং এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিআইসি’র সম্মানিত সচিব জনাব মোঃ আসাদুর রহমান। আরো উপস্থিত ছিলেন টিআইসিআই এ সদ্য যোগদানকৃত নির্বাহী পরিচালক জনাব সমীর বিশ্বাস সহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তা এবং Online-এ যুক্ত SFCL, JFCL, AFCCL, CUFL, DAPFCL, TSPCL, ও CCCL এর মনোনীত প্রশিক্ষণার্থীবৃন্দ।